আশুলিয়া ছাত্রলীগকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ত্রাণ প্রতিমন্ত্রীর
ঢাকার নবগঠিত আশুলিয়া থানা ছাত্রলীগের নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আজ বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নবগঠিত নেতাকর্মীদের নিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খুনিরা দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল।’ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারী দণ্ডপ্রাপ্ত আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।
ছাত্রলীগের সহসভাপতি সাইদুর রহমান সম্রাট, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আশুলিয়া থানা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি ইয়াসিন আরাফাত পাপ্পু ও সাধারণ সম্পাদক তানভীর হোসেনসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।