ইভিএমে টিপ দিলে আমার প্রতীক দেখায় না : বিএনপি প্রার্থীর অভিযোগ
ইভিএমে টিপ দিলে আমার প্রতীক দেখায় না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ঢাকার ধামরাই পৌরসভার বিএনপি মেয়র পদপ্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু।
বিএনপি মেয়র প্রার্থী মঞ্জু বলেন, ‘অধিকাংশ কেন্দ্রেই এ অবস্থা। যে কেন্দ্রে ঢুকছি সেটার মধ্যেই ধানের শীষের প্রতীক নেই। এ রকম আট থেকে ১০ কেন্দ্রের মধ্যে আমার প্রতীক নেই।’
আজ সোমবার বিকেলে ধামরাইয়ে ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু।
বিএনপি প্রার্থী মঞ্জু বলেন, ‘সরকারের প্রহসনের নির্বাচন এইটা। সরকারের ছত্রছায়ায় এগুলা করতাছে। আইনশৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় কবির মোল্লা (আওয়ামী লীগের প্রার্থী) এইগুলা করতাছে। প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই আমি। এটা কি ইলেকশন নাকি? ওসি সাহেবের মোবাইলে ৫০ বার রিং দিলাম। তাঁকে পাওয়া যায় না। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত দিয়া আসছি। আমি পুনরায় নির্বাচন চাই। আমি এই নির্বাচন মানি না।’