ইলিয়াস আলীর পরিবার ‘অনেক বিপদে’ দিনযাপন করছে : মির্জা ফখরুল
গুম হওয়া ইলিয়াস আলীর পরিবার বর্তমানে ‘অনেক বিপদে’ দিনযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বনানীতে আজ শনিবার দুপুরে ইলিয়াস আলীর বাসায় তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, ‘ইলিয়াস আলীর পরিবার অনেক বিপদে আছে। কিছুক্ষণ আগে তাঁর স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল। তিনি জানালেন, ইলিয়াস আলীর ব্যাংক অ্যাকাউন্ট তারা হ্যান্ডেল করতে পারছেন না। তাঁর গাড়ির ট্যাক্স তারা দিতে পারছে না। এ বিষয়গুলো তাঁর পরিবারের কাছে একটা মর্মান্তিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁর মেয়ের ভর্তির ব্যাপারে অনেক সমস্যার মধ্যে তাদের পড়তে হয়েছে। সব কলেজে মেয়েকে ভর্তি করছিল না। পরবর্তীকালে অনেক চেষ্টা-তদবির করে তাঁর মেয়েকে ভর্তি করানো হয়েছে। এটা শুধু ইলিয়াস আলীর পরিবার নয়, গুম হওয়া সব পরিবারগুলো এমন নিদারুণ কষ্টের মধ্যে আছে।’
ফখরুল বলেন, ‘আমরা গুম হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। বিভিন্ন জেলাগুলোতে যারা ভিকটিম আছেন, জেলা পর্যায়ের নেতারা তাদের এ ঈদ উপহার ও সহযোগিতা দেওয়ার চেষ্টা করছেন। জবাবদিহিতা না এলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হবে না।’