ঈদুল আজহা উপলক্ষে অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে বিমানের ফ্লাইট বৃদ্ধি করা হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ বিমান এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যাত্রীদের সুবিধার্থে অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ২৯টি (যাওয়া-আসা মিলে ৫৮টি) ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সে উপলক্ষে আজ ৫ জুলাই (মঙ্গলবার) থেকে আগামী ১৩ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ফ্লাইটসমূহ পরিচালিত হবে।
রুটগুলোর মধ্যে হলো : সৈয়দপুর রুটে অতিরিক্ত ৯টি (যাওয়া-আসা মিলে ১৮টি), যশোর রুটে অতিরিক্ত ৮টি (যাওয়া-আসা মিলে ১৬টি), বরিশাল রুটে অতিরিক্ত ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) এবং রাজশাহী রুটে অতিরিক্ত ৬টি (যাওয়া-আসা মিলে ১২টি) ফ্লাইট পরিচালিত হবে।
এছাড়া, যাত্রীগণ বিমানের যে কোনো সেলস সেন্টার, বিমান ওয়েবসাইট www.biman-airlines.com, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এসব রুটের টিকেট ক্রয় করতে পারবেন।
বিমানের ওয়েবসাইট থেকে প্রোমোকোড BGWEB2022 ব্যবহার করে টিকেট ক্রয় করলে ১০% ডিসকাউন্ট পাওয়া যাবে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.biman-airlines.com.