ঈশ্বরদীসহ পদ্মার আশপাশে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা কমে ৯ ডিগ্রি
পাবনার ঈশ্বরদীসহ পদ্মা নদীর আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে চার ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল রোববার সকালে ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. হেলাল উদ্দিন জানান, মৃদু শৈত্যপ্রবাহ ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আগামী পাঁচ-ছয় দিন এই তাপমাত্রা আরও কমতে পারে বলেও তিনি জানান।
এদিকে শহরের ছিন্নমূল মানুষ এবং নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। অনেকেই আগুন তাপিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শহরের ফুটপাত, হকার্স মার্কেটসহ শীতবস্ত্রের দোকানগুলোতে ছিল উপচেপড়া ভিড়।
এদিকে শীতের প্রকোপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ জেলায় বেড়েছে শীত ও শীতজনিত রোগ। বিশেষ করে শিশুদের মধ্যে নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ার প্রদুর্ভাব ব্যাপকভাকে বৃদ্ধি পেয়েছে। গত তিন দিনে শুধু পাবনা জেনারেল হাসপাতালে নিউমোনিয়া ও কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক শিশু ভর্তি হয়েছে।