‘উন্নত শিক্ষা বিস্তারে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার’
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সারা দেশে উন্নত শিক্ষা বিস্তারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। মুক্তিযুদ্ধের চেতনায় সরকার সেইসব উদ্যোগ বাস্তবায়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ চলমান রয়েছে। পিছিয়ে নেই নেত্রকোনা জেলা।’
আজ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি এবং প্রকল্পে অংশীজনদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক রফিকউল্লাহ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, প্রকল্প পরিচালক সেলিম মিয়া, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাংবাদিকরা।
এ সময় প্রতিমন্ত্রীসহ অন্যরা বিশ্ববিদ্যালয়ের ভূমি উন্নয়ন কাজ পরিদর্শন করেন।