উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন নওগাঁ ও সান্তাহার পৌরশহর
নওগাঁ শহরের উপকণ্ঠে কাঠালতলী বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে। বিদ্যুৎ উপকেন্দ্রটির কন্ট্রোল রুমে আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এ অগ্নিকাণ্ডের পর থেকেই নওগাঁ পৌর শহর ও সান্তাহার পৌর শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে কতক্ষণ সময় লাগবে তা সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের নওগাঁ কার্যালয় সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে বিদ্যুৎ উপকেন্দ্রটির কন্ট্রোল রুমে ৬টি ব্রেকারে আগুনের সূত্রপাত হয়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে কিছুক্ষণ পরে নওগাঁ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। বৈদ্যুতিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সময় অনেক দূর থেকে কন্ট্রোল রুমের জানালা দিয়ে আগুনের শিখা দেখা যায়। অগ্নিকাণ্ডে পুরো কন্ট্রোল রুমে থাকা বিভিন্ন যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
নেসকোর উত্তরাঞ্চলের বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মনির হোসেন বলেন, ‘ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনও সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা হয়েছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’
মনির হোসেন আরও বলেন, ‘আগুন লাগার পর পুরো নওগাঁ পৌর শহর ও সান্তাহার পৌরসভার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ঠিক কতক্ষণ নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যাবে, তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে নওগাঁ নেসকোর কর্মীরা দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহের কাজ দ্রুত স্বাভাবিক করার জন্য সহায়তা করতে রাজশাহী থেকে নেসকোর প্রধান প্রকৌশলী, বগুড়া থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছেন।’