এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাস্ক, পিপিই, গাছের চারা বিতরণ
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে সঙ্গী করে ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। ২০০৩ সালে প্রতিষ্ঠিত এনটিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শনিবার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী পালিত হয়েছে নানা কার্যক্রম। সামাজিক দূরত্ব মেনে মাস্ক, পিপিই ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ : চিকিৎসকদের মধ্যে পিপিই ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ এবং হবিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণের মধ্য দিয়ে হবিগঞ্জে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সকালে হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে চিকিৎসকদের মধ্যে পিপিই ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরীসহ অতিথিবৃন্দ।
এরপর দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে গাছের চারা রোপণ ও মাস্ক বিতরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি শাকিল চৌধুরী।
মারুফ আহমেদ, কিশোরগঞ্জ : এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে কিশোরগঞ্জে মাস্ক ও গাছের বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্ত মঞ্চ চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। এ সময় পথচারী, রিকশা ও ইজিবাইক চালকসহ বিভিন্ন মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্ত মঞ্চ চত্বরে নিম গাছের চারা বিতরণ করা হয়। এনটিভি জেলা দর্শক ফোরাম, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের সদস্যরা এ কার্যক্রমে অংশ নেন।
মাহবুব হোসেন সারমাত, গোপালগঞ্জ : এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে করোনা সংক্রমণ প্রতিরোধে গোপালগঞ্জে মাস্ক বিতরণ করা হয়েছে। এ ছাড়াও বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়।
শনিবার গোপালগঞ্জ প্রেসক্লাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মাস্ক এবং বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। পরে প্রধান অতিথি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রেসক্লাব চত্বরে বৃক্ষরোপণ করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম, এনটিভির গোপালগঞ্জের স্টাফ করেসপন্ডেন্ট মাহবুব হোসেন সারমাতসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ফারুক হোসেন, দিনাজপুর : এনটিভির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে দিনাজপুরের মডার্ন মোড়, বাহাদুর বাজার, স্টেশন রোড ও সুইহারী এলাকায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
শনিবার বেলা ১১টায় মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন, স্থানীয় টিভি মিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।