এবারের রবীন্দ্র জয়ন্তীর মূল অনুষ্ঠান নওগাঁর পতিসরে
আগামী ২৫ বৈশাখ (৮ মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নওগাঁর পতিসরে। সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ আয়োজনের এক প্রস্তুতি সভা আজ সোমবার (২৪ এপ্রিল) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান সভাপতিত্ব করেন। সভায় আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য মো. আনোয়ার হোসেন হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো. হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিনসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, আত্রাই ও রানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তারা, জেলা সদরসহ রানীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের নেতা, সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবারের রবীন্দ্র জয়ন্তীর প্রতিপাদ্য হচ্ছে ‘সংস্কার ও রবীন্দ্রনাথ’। প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তিন দিনের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। দেশের প্রখ্যাত রবীন্দ্র গবেষকরা প্রতিদিন স্মারক আলোচক হিসেবে আলোচনা করবেন। এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির নেতৃত্বে দেশের খ্যাতিমান শিল্পী, কলা-কুশলীরাসহ নওগাঁ জেলা, রানীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।