সাধক আব্দুল খালেক দেওয়ানের দরবারে বার্ষিক অনুষ্ঠান সোমবার
পালাগানের সম্রাটখ্যাত প্রখ্যাত মরমী সাধক আব্দুল খালেক দেওয়ানের দরবারে ৯৭তম বার্ষিক ওরস উপলক্ষে মিলাদ মাহফিল ও রাতব্যাপী বাউল গানের আয়োজন করা হয়েছে। সাধক কবির বাড়ি ঢাকার কেরাণীগঞ্জের বামনশুরে এ অনুষ্ঠান হবে।
আগামীকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের বাউলগান ও পালাগানের প্রখ্যাত শিল্পী ও সাধকরা। আজ রোববার ‘খালেক দেওয়ান ট্রাস্ট’-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাতব্যাপী ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ নেতা ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। আরও উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মহাপরিচালক মুহাম্মদ শুকুর আলী, কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান লোকসংগীত শিল্পী কিরণ চন্দ্র রায়, কেরাণীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম প্রমুখ।
খালেক দেওয়ান ট্রাস্টের পক্ষে আব্দুল খালেক দেওয়ানের নাতি ও বাউলধারার সংগীতশিল্পী উজ্জল দেওয়ান অনুষ্ঠানে সম্পর্কে জানান, সোমবার সন্ধ্যা ৭টায় মিলাদ ও দোয়া, রাত ৮টায় আলোচনা অনুষ্ঠান এবং এরপর রাত ৯টা থেকে সারারাত বাউল গানের আসর ও ভোর সাড়ে ৪টায় তোবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে।