করতোয়া ট্রাজেডি : ৬৯ মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৩
পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার চতুর্থ দিন আজ বুধবার বিকেলে হিমালয় চন্দ্র নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সে খালপাড়া গ্রামের বিরেন চন্দ্রের ছেলে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯। নিখোঁজদের মধ্যে বাকি আছে আরও তিনজন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে বোদা উপজেলায় ৪৬ জন, দেবীগঞ্জ উপজেলায় ১৭ জন, আটোয়ারী উপজেলায় দুজন, পঞ্চগড় সদর উপজেলায় একজন ও ঠাকুরগাঁও সদর উপজেলার তিনজন। এদের মধ্যে পুরুষ ১৮ জন, নারী ৩০ জন ও শিশু ২১ জন রয়েছে।
খুঁজে না পাওয়াদের তালিকায় আছেন—দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর হাতিডুবা গ্রামের মদন চন্দ্রের ছেলে ভুপেন ওরফে পানিয়া, বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের খগেন্দ্রনাথের ছেলে সুরেন এবং পঞ্চগড় সদর উপজেলার ঘাটিয়ারপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথের মেয়ে জয়া রানী।
পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে গত রোববার এই নৌকাডুবির ঘটনা ঘটে। ওই দিনই জেলা প্রশাসন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর রায়কে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
পরে দীপঙ্কর কুমার রায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও তিন দিন সময় বাড়ানোর আবেদন করলে তা মঞ্জুর করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপঙ্কর কুমার রায় ওই দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা, মনিটরিং, আহত ব্যক্তিদের চিকিৎসা সেবাদান ও নিহত ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানে সরাসরি সম্পৃক্ত। এজন্য তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে অতিরিক্ত তিন কার্যদিবস সময় বৃদ্ধি করা হয়েছে।