করোনার টিকা নিয়েও তেলেসমাতি চলছে : রিজভী
করোনাভাইরাসের টিকা নিয়েও ‘তেলেসমাতি’ ও জাল-জালিয়াতি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেছেন, ভারত থেকে সরকার টিকা নেবে। এই টিকাতে মানুষ বাঁচবে কি বাঁচবে না এই ব্যাপারে কেউ নিশ্চিত নয়। কিন্তু এই টিকা নিয়েও তেলেসমাতি ও জাল-জালিয়াতি চলছে। সরকারের যারা কর্তাব্যক্তি তারা বলছেন এক কথা, অন্যদিকে সরকার সমর্থক ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। কোথাও কোথাও এই করোনার টিকা নিয়ে অনেকেই অসুস্থ হয়েছেন, আবারও কোথাও কোথাও মারা গিয়েছেন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) পক্ষ থেকে গরিব, অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে রিজভী এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি, এদের মধ্যে যে কেউ যেকোনো সময় করোনায় আক্রান্ত হতে পারি। গোটা বিশ্বে করোনা মহামারি চলছে। কত ডাক্তার, কত সাধারণ মানুষ এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেল, এর কোনো চিকিৎসা নেই। এর জন্য যে টিকা নিয়ে আসা হয়েছে, এটা এখনও শতভাগ প্রমাণিত হয়নি। সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে এদেশের মানুষকে নিরাপত্তা দেওয়া। কিন্তু সরকারের এ ব্যাপারে কোনো দায়িত্ব নেই। দেশের মানুষ মরল কি বাঁচল সেটি তারা দেখছে না।’
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী নিজে কিন্তু অত্যন্ত সাবধানে আছেন, তিনি ঘর থেকে বের হন না। ওবায়দুল কাদের সাহেব আরেকজন বড় মন্ত্রী, তিনিও ঘরের মধ্যেই আছেন। তাঁরা কিন্তু খুব নিরাপদে অবস্থান করছেন। কিন্তু আমার আপনার কারো কোনো নিরাপত্তা নেই। আমাদের কারও করোনা হলে যে কোনো চিকিৎসা পাব, সেটার কোনো গ্যারান্টি নেই। আপনি হাসপাতালে যাবেন, করোনার জন্য দরকার অক্সিজেন, দরকার ভেন্টিলেটর, কিন্তু আপনি আমি পাব না।’
দেশে একটি ভয়ের রাজত্ব কায়েম হয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, শুধু সরকারের বিরোধিতা করার কারণে ইলিয়াস আলী, চৌধুরী আলম, ছাত্রনেতা জনিসহ অসংখ্য নেতা-কর্মী গুম হয়েছে। চারিদিকে এক ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতির জন্য তো এদেশের মানুষ ১৯৭১ সালের যুদ্ধে জীবন দেয়নি? নয় লাখ শহীদের বিনিময়ে দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এমনটির জন্য কি? আমাদের দেশের মানুষ আমাদের ওপরে অত্যাচার করবে, আমাদের কণ্ঠের মধ্যে ফাঁসির দড়ি ঝুলিয়ে রাখবে এটা কখনোই কাম্য হতে পারে না।
রিজভী বলেন, এখন কেউ কোনো কথা বলতে পারে না। ভোটাররা তাদের ভোট দিতে পারে না, দিনের ভোট রাতে হয়। এই ভোট নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে।
আয়োজক সংগঠনের সভাপতি কৃষিবিদ রাশিদুল হাসান হারুনের সভাপতিত্বে এবং বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিমের সঞ্চালনায় এ সময় এ্যাবের মহাসচিব জিকে এম মোস্তাফিজুর রহমান, ড. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।