করোনায় দেশে আরও দুজনের মৃত্যু, আক্রান্ত ১৫৫ জন
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯৭৫ জনে দাঁড়িয়েছে। দেশে নতুন করে ১৫৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৮৮ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৬টি ল্যাবে ১৩ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ১৪২টি। করোনা শনাক্তের হার এক দশমিক ১৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ একজন ও নারী একজন। এ নিয়ে নারী মারা গেছেন ১০ হাজার ৭৪ জন আর পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯০১ জন।
করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে একজনের বয়স থেকে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং অপরজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। দুজনই ঢাকা বিভাগের এবং সরকারি হাসপাতালে মারা গেছে।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।