করোনায় নতুন শনাক্ত ২১৬, মৃত্যু শূন্য
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১৬ জন আক্রান্ত হয়েছে। তবে এ সময়ে নতুন করে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে আজ রোববার এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তি বলছে, নতুন দুজনসহ এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০২ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭০৬ জন পুরুষ এবং ১০ হাজার ৫৯৮ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ সাত হাজার ৩৩৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ৭২০ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৪৮ হাজার ২৭ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮০টি ল্যাবরেটরিতে চার হাজার ২৩৩টি নমুনা সংগ্রহ এবং চার হাজার ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে পাঁচ দশমিক ১০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।