করোনায় মারা গেলেন পাবনার মহিলা লীগনেতা পলি
পাবনায় করোনায় আক্রান্ত হয়ে সুজানগর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সুজানগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমেরি সুলতানা পলি (৪০) মারা গেছেন। আজ মঙ্গলবার রাত ৮টায় ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক মো. শাহিনুজ্জামান শাহিন এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুজ্জামান শাহিন জানান, পলি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গত সপ্তাহে তাঁর করোনা ধরা পড়ে। তিনি বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। পরে অবস্থার অবনতি হওয়ায় স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আজ রাত ৮টার দিকে তিনি মারা যান।
মৃত্যুকালে পলি স্বামী আবুল কালাম আজাদ, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সুজানগরের ভবানীপুর গ্রামে তাঁ বাড়ি। তবে দীর্ঘদিন তারা সপরিবারে ঢাকায় বসবাস করতেন।