করোনায় মৃত্যু নেই, শনাক্ত ২১৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনও মারা যায়নি। তবে, এ সময়ে শনাক্ত হয়েছে ২১৬ জন। এখন পর্যন্ত করোনায় ২৯ হাজার ৪১১ জন মারা গেছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৩৩ হাজার ৮৭৮ জন।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে, দেশে ২০ অক্টোবর সকাল ৮টা থেকে ২১ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছে ৬৮৮ জন করোনা রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছে ১৯ লাখ ৭৬ হাজার ৯৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৮৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৫৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২০ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
করোনা : ফাইল ছবি।