করোনায় ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু
দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে। দেশে নতুন করে ১৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৪ হাজার ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৯২ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৮ হাজার ১৯৮ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৬টি ল্যাবে ১৭ হাজার ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ৭৪টি। করোনা শনাক্তের হার এক দশমিক ১৬ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী পুরুষ ছয়জন ও নারী একজন। এ নিয়ে ১৭ হাজার ৮৯৩ জন পুরুষ করোনায় মারা গেছেন। আর নারী মারা গেছেন ১০ হাজার ৬০ জন।
মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। এর মধ্যে ঢাকায় পাঁচজন ও চট্টগ্রামে একজন ও খুলনা বিভাগে একজন মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ছয়জন ও বেসরকারি হাসপাতালে মারা গেছেন একজন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।