করোনা শনাক্তের হার ১০ শতাংশের বেশি, আরও ২ মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় নতুনভাবে শনাক্ত হয়েছে ৩৬৩ জন। শনাক্তের হিসেবে যা ১০ দশমিক ৮৭ শতাংশ। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও দুজন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ২০ লাখ ১৬ হাজার ৯৪৬ জন। করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৩৯ জনের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন ২৬০ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৪৭ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৩৪১টি। নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৩৪০টি। এখন পর্যন্ত এক কোটি ৪৮ লাখ ১৬ হাজার ৫৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১০ দশমিক ৮৭ শতাংশ এবং এখন পর্যন্ত মোট ১৩ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৮ শতাংশ। মারা গেছে এক দশমিক ৪৫ শতাংশ।