কাতার সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
কাতার সফরের সারসংক্ষেপ তুলে ধরতে সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলনের শুরু হয়।
গতকাল রোববার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, ‘এলডিসি-৫ এর উদ্বোধনী অনুষ্ঠানসহ বেশ কয়েকটি ইভেন্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। আগামীকাল (আজ ) বিকেল সাড়ে ৪টায় এ সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।’
গত ৮ মার্চ প্রধানমন্ত্রী কাতার সফর শেষে দেশে ফেরেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে গত ৪ মার্চ কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।