কিশোরগঞ্জে শিক্ষার্থীর ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জ জেলা সদরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মো. রাকিব মিয়ার ওপর নৃশংস হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে উপস্থিত রাকিবের ভগ্নিপতি এনামুল হক জানান, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় জেলার স্মরণী মোড় এলাকায় নিজেদের খাবারের হোটেলে বসত রাকিব। গত ২৩ আগস্ট স্থানীয় কয়েকজন যুবক খাওয়া-দাওয়া করে টাকা পরে দেওয়ার কথা বলে চলে যেতে চায়। এ নিয়ে একপর্যায়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওইদিন রাতে একদল সন্ত্রাসী রাকিবের ওপর হামলা করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তিনি জানান, গুরুতর আহত রাকিব বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় রাকিবের মা পারভীন আক্তার থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত মামলাটি গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন তার স্বজনরা। কর্মসূচি চলাকালে বক্তারা হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এই ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক জানান, মামলা না নেওয়ার বিষয়টি সঠিক নয়। এজাহারে ভুল থাকায় তাদেরকে যথাযথভাবে দাখিল করার জন্য বলা হয়েছে।