কিশোরগঞ্জে শীর্ষ সন্ত্রাসী হাছুকে কুপিয়ে হত্যা
কিশোরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী হাছু বাহিনীর প্রধান আবু হানিফ হাছুকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটী ইউনিয়নের দনাইল শ্যামনগর এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন ঘটনাস্থল পরিদর্শনকালে জানান, আজ ভোরে শ্যামনগর এলাকার একটি স’মিলের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আবু হানিফ ওরফে হাছুকে কুপিয়ে ফেলে রাখে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাছুকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন জানান, আবু হানিফ হাছুর নামে কিশোরগঞ্জ থানায় হত্যা, পুলিশের ওপর হামলা, মাদক, জমি দখল, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। এ ছাড়া অন্য থানাতেও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
হত্যার ঘটনায় এখনো থানায় কেউ মামলা করেনি বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।