কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা রাজীব সাহা (৩৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত ইউপি চেয়ারম্যানের নাম মো. নাসির উদ্দিন খান (৫২)। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এবং ওই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।
কটিয়াদী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তফিকুল ইসলাম তৌফিক এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খান মোটরসাইকেলে রাজীবকে সঙ্গে নিয়ে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়ক দিয়ে কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন। দুপুর ১টার দিকে মাইজহাটি এলাকার অমি অটো রাইস মিলের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গেলে সংঘর্ষ হয় এবং দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ পরিদর্শক জানান, নিহত মো. নাসির উদ্দিন খান হাসনাবাদ খান বাড়ির ডা. কুতুব উদ্দিন খানের ছেলে। আহত রাজীবকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।