কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎবাবা গ্রেপ্তার
বাগেরহাটের সদর উপজেলায় সৎবাবার বিরুদ্ধে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত সৎবাবা এবাদাত শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, গতকাল রাতে কিশোরীর মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে তার সৎবাবা এবাদাত শেখ নিজঘরে মেয়েটিকে ধর্ষণ করেন। কিশোরীর মা বাড়ি এলে সে তার মাকে ঘটনাটি বলে। এরপর রাতেই কিশোরীর মা থানায় তাঁর স্বামীর নামে মামলা করেন। পুলিশ মামলার পর রাতেই একমাত্র আসামি এবাদাত শেখকে গ্রেপ্তার করে।
ওসি জানান, ভিকটিম কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। আজ রোববার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।