কীর্তনখোলায় ভাসছিল বালু শ্রমিকের মরদেহ
বরিশাল সদর উপজেলায় কীর্তনখোলা নদী থেকে আশরাফ আলী (৫৫) নামের এক বালু শ্রমিকের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ভাঙ্গা এলাকা থেকে গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
আশরাফ চরবাড়িয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামের বাসিন্দা।
আশরাফ আলীর জামাতা মো. রাসেল জানান, গত সোমবার ভোর রাতে চরমোনাই ঘাট থেকে বালু আনতে বাল্কহেড নিয়ে মোল্লারহাটের উদ্দেশে রওনা হয়েছিলেন আশরাফ। পরে চরমোনাই’র নতুনচর এলাকায় বাল্কহেডটি নোঙর করা হলে তীব্র স্রোতের মুখে সেখান থেকে কীর্তনখোলা নদীতে পড়ে যান আশরাফ। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে গতকাল বুধবার রাতে ভাসমান অবস্থায় আশরাফের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
বরিশালের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।