কুমিল্লায় পাথরবাহী ট্রাকচাপায় ৩ জন নিহত
কুমিল্লার বুড়িচং উপজেলায় পাথরবাহী ট্রাকের চাপায় এক রিকশাচালকসহ তিন জন নিহত হয়েছেন। উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকের চালক ও তাঁর সহকারীসহ তিন জনকে আটক করা হয়েছে।
হাইওয়ে পুলিশ জানায়, আজ শনিবার ভোরে ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে রিকশা থেকে নেমে চালককে ভাড়া দিচ্ছিলেন দুই যাত্রী। এ সময় সিলেট থেকে কুমিল্লা অভিমুখী একটি পাথরবাহী ট্রাক ওই রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীসহ রিকশাচালক নিহত হন।
নিহত তিন জন হলেন ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রিকশাচালক ইসমাইল হোসেন সাগর (৩০), মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার দক্ষিণবাগ গুচ্ছগ্রামের রজব আলীর ছেলে ইউসুফ (২৭) এবং সাহাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে আব্দুল আহাদ (২৯)।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।