কুমিল্লায় ব্যবসা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন
কুমিল্লায় লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে আন্দোলন করেছে ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল করে একাধিক শপিংমলের কর্মচারী, ব্যবসায়ী সমিতির নেতা ও সদস্যরা।
এ সময় নগরীর লিবার্টি মোড় থেকে শুরু করে কান্দিরপাড় পর্যন্ত রাস্তায় ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে রাখে। বিক্ষোভের অংশ হিসেবে শহরের অন্য এলাকায়ও ব্যবসায়ীরা নিজেদের দোকান ও প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়।
আন্দোলনরত ব্যবসায়ীদের শান্ত করতে এসে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা দোকানমালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন।
আতিক উল্লাহ খোকন বলেন, ‘লকডাউনে স্বাস্থ্যবিধি মেনেই ব্যবসায়ীরা দোকান খোলা রাখতে চায়। এর আগের লকডাউনে ব্যবসায়ীরা যে সংকটে পড়েছে তা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। তাই এবার লকডাউন মেনে ব্যবসা বন্ধ রাখা সম্ভব হচ্ছে না।’
সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে বলে ব্যবসায়ীরা দাবি জানায়।