কুমিল্লায় মোটরসাইকেলসহ গাঁজা জব্দ, আটক ২
কুমিল্লা সদরের আমতলী এলাকা থেকে মোটরসাইকেলসহ ১২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে এক অভিযানে তাদের আটক ও গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করে র্যাব-১১।
আটককৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের কুমারডাঙ্গা গ্রামের মো. আব্দুল জলিল (৩৬) এবং সদর দক্ষিণের মথুরাপুর (উত্তরপাড়া) গ্রামের মো. শাহরিয়ার হোসেন জিসান (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আমতলী এলাকায় একটি অভিযান চালায়। মোটরসাইকেলে করে গাঁজা পরিবহনের সময় ১২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
র্যাব-১১ কোম্পানি অধিনায়ক উপপরিচালক তালুকদার নাজমুছ সাকিব বলেন, ‘আটককৃত দুইজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ক্রয়-বিক্রয় কাজে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে গাঁজাসহ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।’
তালুকদার নাজমুছ সাকিব আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।