কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু, শনাক্ত ২২৭
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। এ নিয়ে জেলায় করোনায় মোট মারা গেছে ৮৫২ জন। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৭ জনের।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, নতুন শনাক্ত ৩৬৪ জনের মধ্যে সিটি করপোরেশনের ৮৩ জন। জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩৫ হাজার ৭৯০ জনের। আক্রান্তের হার ২০ দশমিক শূন্য ৫ শতাংশ। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ১২ জন। জেলায় মোট সুস্থ হয়েছে ২২ হাজার ৪৫২ জন।
কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. মীর মোবারক হোসাইন জানান, করোনা প্রতিরোধে সর্বত্র সচেতনতামূলক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। করোনা প্রতিরোধে বা নিয়ন্ত্রণে জনগণকে সচেতন হওয়ার বিকল্প নেই।