এহন রাইতে আর শীতে কষ্ট পাইতাম না, বিজিবির কম্বল পেয়ে বললেন জাহেরা
কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বিবির বাজার এলাকার দুই শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় বিবির বাজার বিজিবি ক্যাম্প সংলগ্ন মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করেন সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির। সমন্বয় করেন ১০ বিজিবির সহকারী পরিচালক মো. ইমাম হোসেন।
বিজিবি জানায়, চলমান শীতে বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলবে।
শীতবস্ত্র পেয়ে আনন্দিত জাহেরা বেগম বলেন, আমরা গরিব মানুষ। শীতের মইধ্য যে গরম কাফড় কিন্নাম এই টেহা আমরার নাই। আইজ একটা কম্বল পাইছি। এহন রাইতে আর শীতে কষ্ট পাইতাম না।
এ বিষয়ে সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির বলেন, বিজিবি শুধু সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে তা নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। তারই ধারাবাহিকতায় চলমান শীতে সীমান্তের অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।