কুলিয়ারচরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মার্কেট থেকে জুতা কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুমন মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। ভাঙচুর হয়েছে দোকানপাটসহ বেশ কয়েকটি যানবাহন। আজ সোমবার এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।
সুমন মিয়া পৌর শহরের পূর্ব গাইলকাটা গ্রামের মো. এরশাদ মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গতকাল রোববার রাতে কুলিয়ারচর মাদ্রাসা মার্কেটের একটি জুতার দোকানে রবিন নামের এক কিশোর জুতা কিনতে যায়। এ সময় দোকানের কর্মচারী মনিরের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন গতকাল রাতেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ওই ঘটনার জেরে আজ সকাল থেকে উভয় পক্ষ কুলিয়ারচর বাজারে মহড়া দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এ সময় উভয় পক্ষের ৩০ থেকে ৩৫ জন লোক আহত হয়। ভাঙচুরের শিকার হয় আট থেকে ১০টি দোকানসহ কয়েকটি যাত্রীবাহী বাস ও অন্যান্য যানবাহন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত সুমন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, দুই পক্ষের সংঘর্ষে উপজেলার পূর্ব গাইলকাটা এলাকার সুমন মিয়া নামের একজন গুরুতর আহতাবস্থায় হাসপাতালে মারা গেছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।