কুষ্টিয়ার আগুনে পোড়া নারীর মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারায় আগুনে পোড়া (আনুমানিক ২৭ বছর বয়সি) অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বিকেল ৫টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬দাগ গ্রামে ১৬দাগ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন জাকিরুলের কলার বাগান থেকে আগুনে ঝলসানো ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা বাহিরচর ইউনিয়নের ১৬দাগ গ্রামের জাকিরুলের কলাবাগান থেকে আগুনে ঝলসানো অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মরদেহটি কার সেটা শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। শনাক্ত হওয়ার পরেই ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানায় ওসি।