কুষ্টিয়ায় করোনায় ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু
কুষ্টিয়ায় করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নয় জনের করোনা শনাক্ত করা হয়েছিল। অপর তিন জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালটিতে ২৫৩ জন ভর্তি রয়েছে। এর মধ্যে ১৮২ জন করোনা রোগী এবং ৭১ জনের মধ্যে করোনার উপসর্গ রয়েছে।
পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করে ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩ দশমিক ৩৬ শতাংশ।