কুষ্টিয়ায় মাইক্রোবাস-অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২
কুষ্টিয়ার মিরপুরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে মিরপুর উপজেলার আটমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৌলতপুর উপজেলার বাগোয়ান এলাকার মো. মোস্তফার ছেলে শিশির (২০) ও ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার সুভল মিস্ত্রির স্ত্রী মেনিকা (৩০)।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ভেড়ামারা বাসস্ট্যান্ড থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন যাত্রী নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল। পথে মিরপুর উপজেলার আটমাইল এলাকায় পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই মেনিকা নামের এক গৃহবধূ মারা যান। স্থানীয়রা অটোরিকশার আরও চার যাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে পথেই মারা যান শিশির। অপর আহত তিন ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।