কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার চর মিলপাড়া এলাকায় সবুজ হাসান (১৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে স্থানীয়রা চর মিলাপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সবুজ হাসান পূর্ব মিলপাড়া এলাকার হায়দার আলীর ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে সবুজ হাসানকে হত্যা করা হয়েছে। কে বা কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
নিহত সবুজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।