কুড়িগ্রামে বিদ্যুৎস্পর্শে শ্রমিকের মৃত্যু
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জানেক আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানেক আলীর বাড়ি উপজেলার বন্দবের ইউনিয়নের উত্তর বাগুয়ারচর এলাকায়।
স্থানীয়রা জানায়, সকালে পাশের এক বাড়িতে গাছের ঢাল কাটার কাজে যান জানেক আলী। গাছে ওঠে ঢাল কাটার এক পর্যায়ে হঠাৎ ঢাল ভেঙে বিদ্যুতের তারের উপড় গিয়ে পড়েন তিনি। এতে বিদ্যুতায়িত হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোক্তারুল ইসলাম সেলিম বলেন, ‘হাসপাতালে আনার আগেই জানেক আলী মারা গেছেন।’
ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বলেন, ‘এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।’