কৃষক ও সাংবাদিকের নামে ডিজিটাল আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন
নড়াইলে কৃষক লাঞ্ছিত করার সংবাদ প্রচার করায় সাংবাদিক ও কৃষক আলী আহম্মেদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ শনিবার বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে জেলা কৃষকলীগ, জেলা মৎস্যজীবী লীগ, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের (এইচআরডিএফ) আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুর রহমান, পৌর যুবলীগের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, সাধারণ সম্পাদক শামীম আতিক মহিদ, কৃষকনেতা খন্দকার শাহেদ আলী শান্ত, লাঞ্ছনার শিকার কৃষক আলী আহাম্মেদ মণ্ডল প্রমুখ।
‘হাসানের দুই গালে, জুতা মার তালে তালে’ স্লোগানে বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে এসে মানববন্ধনে অংশ নেন কৃষকরা।
এ সময় নড়াইল পৌরসভার রূপগঞ্জ বাজারের সার ডিলার, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামানের বিচার ও ডিলারশিপ বাতিল এবং মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ১৯৯৭ সালে হাসানুজ্জামানকে সার চুরির অপরাধে জেলা খাটতে হয়েছিল। এর পরও কীভাবে তার সারের ডিলারশিপ থাকে জানতে চাই প্রশাসনের কাছে।
উল্লেখ্য, নড়াইলের সাপ্তাহিক ও অনলাইন সংস্করণ ‘নড়াইলকণ্ঠ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ পাঁচজনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গত ২৩ মার্চ নড়াইল পৌরসভার বিসিআইসির সার ডিলার মো. হাসানুজ্জামান বাদী হয়ে খুলনা বিভাগীয় ট্রাইব্যুনালে এ মামলা করেন।
মামলার অন্য আসামিরা হলেন লোহাগড়ার কাজী আনিচ, নড়াইল পৌরসভার উজিরপুরের কৃষক আলী আহাম্মদ মণ্ডল, কুড়িগ্রামের শাহেদ আলী শান্ত ও নড়াইল গ্রামের বাকিউল আজম।