কেরানীগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুই
রাজধানীর কেরানীগঞ্জে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন৷
র্যাব কর্মকর্তা দাবি করেন, নিহত দুজনই সন্ত্রাসী। কেরানীগঞ্জে র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দুজন র্যাব সদস্যদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার জন্য র্যাবও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজনই নিহত হন। তবে এখনো পর্যন্ত তাদের নাম-ঠিকানা জানা যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, রাতে র্যাব-১০-এর সদস্যরা দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা আছে। বিষয়টি কেরানীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।
নিহতদের মধ্যে একজনের বয়স ৩০ ও আরেকজনের ২৫ হবে। তাদের মুখে দাঁড়ি আছে।