কোনো দেশের পরামর্শে নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অন্য কোনো দেশের সুপারিশ বা পরামর্শে আমাদের দেশে নির্বাচন হবে না। আমাদের সংবিধান অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
আজ শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধনের সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির গণতন্ত্রে আওয়ামী লীগ বিশ্বাস করে না। আমরা জিয়া-খালেদা জিয়ার গণতন্ত্রে বিশ্বাস করি না, গণতন্ত্র কী ম্যাজিকের তাস? বিএনপির গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। বিএনপি তো দেশকে ধ্বংস করে গেছে। আর শেখ হাসিনা একটি বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছেন। ভোট পাওয়ার জন্য বিএনপির দৃশ্যমান একটা সফলতাও নেই।’