কোন কোন জেলায় বৃষ্টি, জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশের পাঁচ বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত আজ সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ঢাকায় দক্ষিণ ও দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। আগামী দুই দিন তাপমাত্রা আরও বাড়তে পারে।
দেশে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় ৩৪ দশমিক ৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ দশমিক ২ ডিগ্রি। সবেচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে ৩৮ মিলিমিটার।