ভারি বৃষ্টিতে ডুবল মক্কা-মদিনার রাস্তাঘাট
সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির পানিতে শহরের প্রায় অধিকাংশ রাস্তাঘাট ডুবে গিয়েছে। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খবর গালফ নিউজের ।
স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, রাজ্যের অন্যান্য এলাকাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মদিনার আল শাফিয়াহ অঞ্চলে সর্বোচ্চ ৪৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে জেদ্দার আল বাসাতিন জেলা। সেখানে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
গালফ নিউজের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মক্কার প্রধান সড়কে স্রোতের বেগে প্রবাহিত হচ্ছে বৃষ্টির পানি। বাসসহ বড় পরিবহণগুলো খুব ধীর গতিতে চলাচল করছে। অধিকাংশ জায়গায় ব্যক্তিগত গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মক্কা, মদিনা, কাসিম, তাবুক, উত্তর সীমান্ত এবং আল জউফ অঞ্চলে মঙ্গলবার (৭ জানুয়ারি) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের প্রতিকূল আবহাওয়ায় নিরাপত্তা নির্দেশিকা মেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।