কোভিড মোকাবিলায় কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি : সিপিডি
গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) বলছে, কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রস্তাবিত বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়নি। প্রবৃদ্ধি এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও বাস্তবসম্মত নয়। আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির গবেষকেরা এসব কথা বলেন।
সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, ‘কোভিড-১৯ ব্যবস্থাপনা নিয়ে এই বাজেট ডকুমেন্টের চিন্তার একটা স্বচ্ছতা রয়েছে। কিন্তু, সেই চিন্তার স্বচ্ছতার সঙ্গে বাজেটের বরাদ্দ কিংবা পদক্ষেপের কোনো মিল পাওয়া যাচ্ছে না।’
সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, ‘স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থান—বলা হচ্ছিল এডিপির ক্ষেত্রে এই তিন খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু সেটা আমরা বরাদ্দের ক্ষেত্রে দেখছি না।’
সিপিডির নির্বাহী পরিচালক আরও বলেন, এবার কর্মস্থান সৃষ্টি এবং স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতে বাড়তি বরাদ্দ দেওয়ার প্রত্যাশা ছিল। কর্মসংস্থান সৃষ্টিতে সরকার নির্ভর করছে ব্যবসায়ীদের ওপর। এজন্য করহারে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু সেই সুযোগ অপব্যবহারের আশঙ্কা থাকবে। আর জিডিপির তুলনায় স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়েনি। স্বাস্থ্যখাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তার পুরোপুরি ব্যবহার করতে সক্ষমতা বাড়াতে হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়াতে তেমন কোনো পদক্ষেপ নেই।’
সিপিডির বাজেট পর্যালোচনায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণার দাবি জানানো হয়।
গতকাল বৃহস্পতিবার ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা।