কয়েক ঘণ্টার বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা
কয়েকঘণ্টার টানা বৃষ্টিতে আজ শনিবার সকালে চট্টগ্রাম মহানগরীর বেশকিছু এলাকায় পানি জমে তৈরি হয় জলাবদ্ধতা। পানিতে তলিয়ে যায় সড়ক, অলিগলি। নগরীর দুই নম্বর গেট, চকবাজার, মুরাদপুরসহ নিম্নাঞ্চলে পানি জমে তৈরি হয় জনদুর্ভোগ। তবে সকাল ৯টার পর বৃষ্টিপাত থেমে যাওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেমে যায় পানি।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বন্দরনগরী চট্টগ্রামে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এলাকা ঘুরে ফ্লাইওভারের নিচেও হাঁটু পানি জমে থাকতে দেখা গেছে। সড়কে ভ্যান ডুবু ডুবু পানিতে চলতে দেখা গেছে। পানিতে বন্ধ হয়ে যেতে দেখা গেছে সিএনজিচালিত অটোরিকশা।
মহানগরীর এক বাসিন্দারা জানান, শনিবার ভোররাত ৪টা থেকে বৃষ্টি শুরু হয়। এতে সড়কের ওপর দিয়ে নদীর মতোই স্রোত প্রবাহিত হতে শুরু করে। এলাকার বিভিন্ন বাড়ির নিচ তলায় পানি ঢুকে পড়ে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী জানায়, প্রাক মৌসুমী বায়ু ও লঘুচাপের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। তবে তা থেমে থেমে হবে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হবে।