খালিয়াজুরীতে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নেত্রকোনায় হাওর উপজেলা খালিয়াজুরীতে আজ রোববার পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও হাসপাতালসূত্রে জানা যায়, খালিয়াজুরী সদর ইউনিয়নের আদাউড়া গ্রামের জীবন সরকারের মেয়ে শ্রেয়সী সরকার (২) দুপুরের দিকে বাড়িতে খেলা করছিল।
শিশুটির মা সোমা রানী বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রেয়সীকে কোথাও দেখতে না পেয়ে আমরা চারপাশে খোঁজাখুঁজি শুরু করি। ১টার দিকে বাড়ির সামনে পানিতে তাকে ভাসতে দেখি। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাসুদুর রহমান শ্রেয়সীকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে মেন্দিপুর ইউনিয়নের নুরালীপুর গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২) বেলা ১১টার দিকে বাড়িতে খেলা করার সময় বাড়ির সামনে হাওরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মাসুদুর রহমান শিশু তরিকুলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আতাউল গনি ওসমানী পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।