খালেদা জিয়াকে আটকে রাখা বিপজ্জনক হবে : ডা. জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়ার ফুসফুসে পানি এসেছে এটি খুবই খারাপ লক্ষণ। তাঁর ইচ্ছেমতো বিদেশে চিকিৎসা নিতে দেওয়ার অনুমতি দেওয়া উচিত। যেকোনো সময় খারাপ কিছু হতে পারে।’
আজ রোববার দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত ও দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘আমাদের দেশের প্রেসিডেন্ট সামান্য সর্দি-কাশির জন্য বিদেশে চিকিৎসা নিতে যান। প্রধানমন্ত্রীও বাইরে চিকিৎসা নিয়েছেন। অনেক বিত্তবানরাও চিকিৎসা নিতে বিদেশে যান। খালেদা জিয়া যদি চিকিৎসার জন্য বাইরে যেতে চান তাঁকে অনুমতি দেওয়া উচিত। চালাচালি ও চালাকি করে তাঁকে আটকে রাখা দেশের জন্য বিপজ্জনক হবে।’
ড. জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেন, ‘করোনায় মৃত্যু কম দেখানোর জন্যে কম পরীক্ষা করা হচ্ছে। এই সময়ে যারা দেশ চালাচ্ছেন তাদেরকে ধমক দিয়ে কথা বলার জন্য একমাত্র লোক ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, প্রেসিডিয়াম সদস্য নঈম জাহাঙ্গীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু, ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় সদস্য ফরিদ উদ্দিন প্রমুখ।