খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেলে তিনি সাবেক প্রধানমন্ত্রীকে দেখতে যান।
মূলত দলীয়ভাবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান। এরই অংশ হিসেবে আজও তিনি হাসপাতালে দেখতে গিয়েছেন। এ সময় তিনি খালেদা জিয়ার চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন।
এর আগেও গত ১৬ ও ১৩ অক্টোবর খালেদা জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ১২ অক্টোবর জ্বর আসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বিএনপির চেয়ারপারসনের চিকিৎসক সূত্রে জানা গেছে, আজ খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা কম আছে, জ্বর কমছে। তবে কিডনির সমস্যা আগের মতোই আছে।