খালেদা জিয়াকে নদীতে ফেলে হত্যার হুমকি অরাজনৈতিক : ফখরুল
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে ফেলে হত্যার হুমকি দিয়ে একটি অরাজনৈতিক বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরে বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের লুটপাটের কারণে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেশের মানুষের ওপর বোঝা চাপানো হয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের রিজার্ভ সংকটে ফেলে দিয়েছে সরকার। অথচ এদিকে কোনো খেয়াল নেই।
শ্রীলঙ্কার মতো বাংলাদেশও একই দিকে ধাবিত হচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় থাকার উদ্দেশ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে নিজের মতো পরিচালনা করছেন শেখ হাসিনা। বিরোধী দলকে দমন করতে এমন কোনো ব্যবস্থা নেই, যা তিনি করেননি।
কর্মিসভায় সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপির কেন্দ্রীয় সদস্য ইশরাক হোসেন প্রমুখ। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত হায়াত শাহর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব শাহিন আকতার।