চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি
চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় বাংলাদেশ জাতীয়তাবাদ দল-বিএনপি। খুব শিগগিরই এ দাবিতে সোচ্চার হবে দলটি। এ ছাড়া চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা-চিন্তা, সেটা জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণ মাত্র। অন্তর্বর্তী সরকারের উচিত, স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে জন-আকাঙ্ক্ষা অনুযায়ী চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এর সব আয়োজন সম্পন্ন করা।’
গতকাল সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দলটি শিগগিরই সোচ্চার হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। বিএনপির স্থায়ী কমিটির ওই বৈঠকে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে।