খালেদা জিয়ার আবারও রক্তক্ষরণ হচ্ছে : মির্জা ফখরুল
লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ফের রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল (সোমবার) সন্ধ্যায় ডা. এ জেড এম জাহিদ হোসেন (খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক) আমাকে ফোন করে বললেন যেতে। খালেদা জিয়ার চিকিৎসা করছেন প্রায় ১০ জন। তাঁরা বসে আছেন। প্রত্যেকের মুখ অত্যন্ত... বলা যেতে পারে অত্যন্ত চিন্তিত মুখ। আমি ঘরে ঢুকে তাদেরকে জিজ্ঞাসা করলাম কী হয়েছে? তাঁরা বললেন, আমরা যেটা আশঙ্কা করেছিলাম, যেটা ভয় পাচ্ছিলাম। আমরা যেটা বলেছি, যেকোনো সময় আবার রক্তক্ষরণ হতে পারে। বন্ধুরা কাল সন্ধায় আবার খালেদা জিয়ার রক্তক্ষরণ হয়েছে।’
আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে চিকিৎসার অনুমতির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে পুররুদ্ধারের জন্য, দেশনেত্রীকে মুক্তির জন্য তরুণ-যুবকদের জেগে উঠতে হবে। তরুণ ও যুবকদের ছাড়া এ দেশে কোনো আন্দোলন হয়নি। অবশ্যই এই সরকারকে সরাতে হবে। একটি নিরেপক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। দেশনেত্রীকে মুক্তি দিতে এই সরকাকে বাধ্য করা হবে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘বিএনপির চেয়াপারসন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সুযোগ দিতে সরকারকে বিভিন্ন দেশ থেকে চাপ দিয়েছে। সরকার মিথ্যা কথা বলছে। আপনারা জনগণের সঙ্গে প্রতারণা করেন। আপনারা বলছেন, আইনের কারণে খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আপনারা মিথ্যা কথা বলছেন। আইন অনুযায়ী, খালেদা জিয়াকে বিদেশ পাঠানো যায়। খালেদা জিয়ার কিছু হলে আপনাদের (সরকার) কোনোদিন মাফ করবে না দেশের জনগণ।’