খালেদা জিয়ার জ্বর এখন নিয়ন্ত্রণে : ফখরুল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শরীরে এখন কোনো জ্বর নেই বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তাঁরা (চিকিৎসকেরা) অত্যন্ত পরিশ্রম করছেন। তাঁদের সুচিকিৎসার কারণেই তাঁর (খালেদা জিয়া) জ্বর নিয়ন্ত্রণে এসে গেছে। চিকিৎসকেরা আশাবাদী হচ্ছেন। তাঁরা বলেছেন, জ্বর আর আসবে না, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।’
মির্জা ফখরুল আজ রোববার সকালে জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর মাজার জিয়ারত শেষে এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দুঃখ হয়, যে নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন আজীবন, ১৯৭১ সালে পাক-হানাদার বাহিনীর কারানির্যাতন ভোগ করেছেন, তাঁকে চিকিৎসার জন্য আজ সুযোগ দেওয়া হয় না। বার বার বলা হয়েছে তাঁর অ্যাডভান্সড চিকিৎসা দরকার। কিন্তু, সরকার প্রতিহিংসামূলক রাজনীতির জন্য তাঁকে সে সুযোগ দিচ্ছে না।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ ছাড়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।