খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে মিছিল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
আজ সোমবার কাকরাইল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হয়।
মিছিলে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল কবির, যুবদলের মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের মশিউর রহমান রনি প্রমুখ উপস্থিত ছিলেন।